অধ্যক্ষের বাণী

প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, সম্মানিত সহকর্মীবৃন্দ এবং শুভানুধ্যায়ী,
আসসালামু আলাইকুম।

শিক্ষা একটি জাতির আত্মার প্রতিচ্ছবি — যা কেবল জ্ঞানার্জনের মাধ্যম নয়, বরং চরিত্র গঠন, মূল্যবোধের চর্চা এবং মানবিকতা বিকাশের এক মহাসম্ভাবনার পথ। বর্তমান বিশ্বে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকেও হতে হচ্ছে সময়োপযোগী, উদ্ভাবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক।

বাংলাদেশ সরকারের টেকসই শিক্ষা নীতি ও “রূপকল্প ২০২১”-এর আলোকে পাশাপোল আমজামতলা মডেল কলেজ একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাঙ্গন হিসেবে গড়ে ওঠার পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলছে। “আমার ঘর, আমার স্কুল” — এই শ্লোগানের বাস্তবায়নের লক্ষ্যে আমরা শ্রেণিকক্ষের সীমা পেরিয়ে শিক্ষাকে পৌঁছে দিচ্ছি প্রতিটি শিক্ষার্থীর দোরগোড়ায়।

পাশাপোল বাজার সংলগ্ন, চৌগাছা উপজেলার এই শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা গড়ে তুলেছি একটি মননশীল, নিরাপদ ও আনন্দঘন পাঠশিক্ষার পরিবেশ। শিক্ষক ও শিক্ষার্থীর আন্তরিক অংশগ্রহণ, অভিভাবকদের অবিচল সমর্থন এবং এলাকাবাসীর সদিচ্ছা আমাদের পথচলার প্রেরণা।

আমি বিশ্বাস করি, একসাথে কাজ করলে আমরা এই প্রতিষ্ঠানকে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারব — যেখানে তৈরি হবে আগামীর আলোকিত, দক্ষ ও মানবিক বাংলাদেশ।

ধন্যবাদান্তে,
মো: শহিদুল ইসলাম
অধ্যক্ষ
পাশাপোল আমজামতলা মডেল কলেজ